২৫৬২ বুদ্ধাব্দ ১০ ফাল্গুন ১৪২৪ বঙ্গাব্দ বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮ইংরেজী
Clear

21°C

Chittagong

Clear

Humidity: 95%

Wind: 11.27 km/h

 • 22 Feb 2018

  Sunny 30°C 16°C

 • 23 Feb 2018

  Mostly Sunny 30°C 17°C

 • সেই খানেরই গলদ, যেখানে সততা নেই। টাকা পয়সার দিকে নজর দিলে কাজের নেশা নষ্ঠ হয়ে যায়। টাকা পয়সা বড় কথা নয়, কাজ চাই।

  মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ

 • আমাদের সমাজে যে এখনো কোন বড় কোন প্রতিভার জন্ম সম্ভব হচ্ছে না, তার কারণ পরশ্রীকাতরতা। আমরা গুণের কদর করি খুব কম। কিন্তু মন্দটাকে সগর্বে প্রচার করে বেড়াতে পারি।

  মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের

 • যুদ্ধ সভ্যতাকে ধ্বংস করে এবং শান্তি বিশ্বকে সুন্দর করে । যুদ্ধ মানুষকে অমানুষ করিয়ে দেয়, যুদ্ধ ছিনিয়ে নেয় প্রেম-ভালবাসা এবং যুদ্ধের আগুনে আত্নহুতি দিতে হয় বহু প্রাণের । যুদ্ধকে মনে প্রাণে ঘৃণা করা উচিৎ।

  মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের

 • আপনি যেমন মহৎ চিন্তা করেন কাজেও সেইরুপ হউন, আপনার কথাকে কাজের সাথে এবং কাজকে কথার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলুন।
  মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ

জয়মঙ্গল অষ্ট গাথাঃ সত্যক সন্ন্যাসীকে পরাজয়ের কাহিনী

শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩ ১৬:৩১ সৈকত মিত্র বড়ুয়া

জয়মঙ্গল অষ্ট গাথায় তথাগত মহাকরুণিক সম্যক সম্বুদ্ধের জীবনের আটটি ঘটনার কথা উল্লেখ রয়েছে। আমার এই ক্ষুদ্রতম জ্ঞানে "জয়মঙ্গল অষ্ট গাথায়" বর্ণিত আটটি ঘটনার বিবরণ ধারাবাহিক ভাবে উপস্হাপন করার মধ্যেদিয়ে ধর্মদানপূর্বক পূণ্য অর্জনের প্রয়াস ব্যক্ত করছি। আজকের বর্ণনায়- সত্যক সন্ন্যাসীকে পরাজয়ের কাহিনী। সময় নিয়ে পড়ার অনুরোধ থাকল সবার প্রতি।

যষ্ঠ গাথা-

সচ্চং বিহায় মতি সচ্চক-বাদকেতুং,
বাদাভিরো পিতমানং অতি-অন্ধভূতং।
পঞ্ঞাপদীপজলিতো জিতবা মুনিন্দো,
তন্তেজসা ভবতু তে জয়মঙ্গলানি।

অনুবাদ : অসত্যভাষী মিথ্যাদৃষ্টিসম্পন্ন বাদ-বিবাদ পরায়ণ, অভিমানীঅ ও অন্ধতুল্য সত্যত নামক নির্গ্রন্থকে মুনীন্দ্র বুদ্ধ যে প্রজ্ঞপ্রদীপ জ্বালিয়ে জয় করেছিলেন, ভগবান বুদ্ধের সেই ধর্মের (সত্যক্রিয়া) তেজ-প্রভাবে আপনার জয়মঙ্গল হোক।সত্যক সন্ন্যাসীকে পরাজয়ের কাহিনী :
সত্যক ছিলেন বৈশালীর একজন নিগ্রৃস্থ সন্ন্যাসী। স্বভাবে তিনি ছিলেন প্রচন্ড তার্কিক। এবং শুধু তিনি নয় তাঁর চার বোন এবং পরিবারের সবাই ছিলেন তর্ক-শাস্ত্রে পারদর্শী। তাঁর চার বোনের নাম ছিল- সত্যা, লোলা, অবধারিকা ও প্রতিচ্ছদা।
তাদের মাতাপিতা কন্যাদের তর্কবিদ্যা শিক্ষাদানকালে বলেছিলেন- যদি কোন গৃহীর কাছে পরাজিত হও তবে তার ভার্যা হবে, আর যদি কোন পরিব্রাজকের কাছে পরাজিত হও তাহলে তার কাছে প্রব্রজ্যা গ্রহণ করে সংসার ত্যাগ করবে। ঐ চার বোন সবাই এক এক করে ভগবান বুদ্ধের অগ্রশ্রাবক সারিপুত্রের কাছে তর্কযুদ্ধে লিপ্ত হয়ে, পরাজয় বরণ করে মাতাপিতার কথা অনুযায়ী এবং ভগবান বুদ্ধের আদেশে উৎপলবর্ণা থেরীর কাছে প্রব্রজিতা হয়ে ভিক্ষুণী হয়ে পরবর্তীকালে ধ্যান-সাধনা করে সবাই রহত্ব প্রাপ্ত হয়েছিলেন।

তাদের সবার ছোট ভাই ছিলেন সত্যক। সত্যক লিচ্ছবীগণের শিক্ষক ছিলেন। তর্কবিদ্যায় অতুলনীয় হওয়াতে তাকে কেউ পরাস্থ করতে পারতো না। জনসমাজে উচ্চ প্রশংসিত হওয়াতে তার ভেতরে আত্মাভিমান জন্মে। অভিমানে অন্ধ হয়ে গিয়েছিলেন। বৈশালীতে তথাগত সম্যক সম্বুদ্ধের সাথে দুইবার দেখা হয় সত্যকের। আর যতবারি বুদ্ধের সাথে দেখা হয় ততবারি সে তর্কযুদ্ধে পরাজয় বরণ করে। লিচ্ছবীগণের শিক্ষকের এম পরাজয় দেখে সবাই হতভাগ হয়ে যান। পরাজয় স্বীকার করার পর তিনি তথাগত সম্যক সম্বুদ্ধকে নিজ বাড়ীতে নিমন্ত্রন গ্রহন করার জন্যে নিমন্ত্রন করেন। ভগবান বুদ্ধ তার নিমন্ত্রন গ্রহন করেন। এবং তারপর হতে ভগবান বুদ্ধের অনুগত হয়ে বাকী জীবন অহিবাহিত করেন। পরবর্তীকালে ধ্যান-সাধনা করে অচিরেই তার চার বোনের মত অরহত্ব প্রাপ্ত হয়েছিলেন।

এই অসত্যভাষী মিথ্যাদৃষ্টিসম্পন্ন বাদ-বিবাদ পরায়ণ, অভিমানীঅ ও অন্ধতুল্য সত্যক নির্গ্রন্থকে তথাগত সম্যক সম্বুদ্ধ প্রজ্ঞপ্রদীপ জ্বালিয়ে জয় করেছিলেন ।


•°*”˜˜”*°• চিরং তিট্ঠতু বুদ্ধ সাসনং •°*”˜˜”*°•

উপরোক্ত জয় গাথা বর্ণনায় আমার, আপনার প্রত্যেকের নিরন্তর জয়মঙ্গল হোক। জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ হীন হোক, রোগ-ব্যাধি, ভয়-ভীতি, অন্তরায় মুক্ত হোক। প্রত্যেকে সাধুবাদের সহিত অনুমোদন করুন।

সাধু_সাধু_সাধু !!!

Nirvana Peace Foundation

নির্বাণা কার্যক্রম
Image
নির্বাণা পিস ফাউন্ডেশনের উদ্যোগে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্ন নির্বাণা পিস ফাউন্ডেশনের উদ্যোগে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্নশিশু কিশোরদের… ( বিস্তারিত )
Image
নির্বাণা পিস ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন নির্বাণা পিস ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন শিশু কিশোরদের মধ্যে ধর্মীয় চেতনা… ( বিস্তারিত )
Image
পূর্ব আধারমানিক মানিক বিহারে বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাষ্টের আর্থিক অনুদানের চেক প্রদান পূর্ব আধারমানিক মানিক বিহারে বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাষ্টের আর্থিক অনুদানের… ( বিস্তারিত )
আরও
সংবাদ সমীক্ষা
আরও