২৫৬১ বুদ্ধাব্দ ৭ অগ্রহায়ণ ১৪২৪ বঙ্গাব্দ মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭ইংরেজী
Sunny

28°C

Chittagong

Sunny

Humidity: 61%

Wind: 22.53 km/h

  • 21 Nov 2017

    Sunny 29°C 19°C

  • 22 Nov 2017

    Partly Cloudy 27°C 17°C

সূত্র পাঠ

জয়মংগল অট্ঠগাথার বাংলা অনুবাদ ৮ম (শেষ) পর্ব

জয়মংগল অট্ঠগাথার বাংলা অনুবাদ ৮ম (শেষ) পর্বঅষ্টম গাথা- দুগগাহ দিট্ঠি ভূজগেন সদট্ঠ হত্থ,ব্রহ্মং বিসুদ্ধি জুতি মিদ্ধিবকাভিধানং।ঞানাগদেন বিধিনা জিতবা মুনিন্দো,তন্তেজসা ভবতু তে জয় মঙ্গলানি। বক ব্রহ্মা- বকব্রহ্মা পূর্বে এক জন্মে ধ্যান পরায়ন ছিলেন। সেই পূন্য ফলে দশম রুপ ব্রহ্মলোকে জন্ম গ্রহন করেছিলেন। সেখানে পঞ্চশত কল্প পরিমান আয়ু ভোগ করে তিনি শুভকৃৎস্ন নামক নবম রুপব্রহ্মলোকে জন্মগ্রহন করেন। অতঃপর চতুঃষষ্টি কল্প আয়ু অতিবাহিত করে তিনি আভাস্বর ব্রহ্মলোকে গমন করেন। আভাস্বর ব্রহ্মলোকে আয়ুপরিমান ছিল…

জয়মংগল অট্ঠগাথার বাংলা অনুবাদ ৭ম পর্ব

জয়মংগল অট্ঠগাথার বাংলা অনুবাদ ৭ম পর্ব নন্দোপনন্দ ভূজগং বিবুধং মহিদ্ধিং,পুত্তেনা থের ভূজগেন দমাপযন্তো।ইদ্ধু পদেসবিধিনা জিতবা মনিন্দো,তন্তেজসা ভবতু তে জয়মঙ্গলানি। এ গাথার মূল কথা নন্দোপনন্দ নামক দুর্দমনীয় ভূজংগের দমন ও তাঁর ত্রিশরণ গ্রহণ।নন্দোপনন্দ ছিল একজন মহা ঋদ্ধি সম্পন্ন নাগরাজ। ভগবান একদা ৫০০ ভিক্ষু সহ তাবতিংস স্বর্গে যাচ্ছিলেন। যাবার পথে তাঁদেরকে নন্দোপনন্দ নাগরাজের ভবনের উপর দিয়ে যেতে হয়েছিল। নাগরাজ তখন আহার গ্রহণে ব্যস্ত ছিলেন। বুদ্ধের তেজে তার স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটে। এতে…

মৈত্রী ভাবনা : বাংলা ভাষায়

মৈত্রী ভাবনা : বাংলা ভাষায় [যারা পালিতে মৈত্রী ভাবনা করতে পারেন না তাদের সুবিধার্থে বাংলায় মৈত্রী ভাবনাটি লেখা হল, আশা করি এতে সকলে উপকৃত হবেন ...] ১. নিজে যেমন সুখকামী, সর্বজীবে তাই;ইহা দেখি রত হই, মৈত্রী ভাবনায়। ২. নিত্য সুখী নিদুঃখী হোক, মমসম ভবে;শত্রু মিত্র নিরপেক্ষ, সুখি হোক সবে। ৩. এই গ্রাম গোচর ক্ষেত্রে, হোক সবে সুখী;তথা হোক চক্রবালের, অন্যরাজ্যবাসী। ৪. চক্রবালে যত প্রাণী, আছে অগণন;সর্বোত্তম পুণ্যে সুখি, হোক সর্বজন।…

জয়মংগল অট্ঠগাথার বাংলা অনুবাদ ৫ম পর্ব

জয়মংগল অট্ঠগাথার বাংলা অনুবাদ ৫ম পর্ব কত্বান কট্ঠ মুদরং ইব গব্ভিনীযো,চিঞ্চায দুট্ঠ বচনং জনকায মজ্ঝে।সন্তেন সোমবিধিনা জিতবা মুনিন্দো,তন্তে জসা ভবতু তে জয মঙ্গালি। বুদ্ধ যখন জেতবন বিহারে অবস্থান করছিলেন তখন জেতববন বিহারের অদূরে নিগ্রন্থ পরিব্রাজকদের মঠ ও আশ্রম ছিল। ভগবান বুদ্ধের অপূর্ব চরিত্র বল ও ব্যক্তিত্ব তাঁর প্রচারিত ধর্মের স্বচ্ছতা ও যৌক্তিকতা এবং ভিক্ষু ও ভিক্ষুণী সংঘের ধর্ম প্রচারে একাগ্রতার ফলে জনগণ বুদ্ধ, ধর্ম, সংঘে প্রতি ধাবিত হল। অন্যদিকে তীর্থিক…

জয়মংগল অট্ঠগাথার বাংলা অনুবাদ ৩য় পর্ব

জয়মংগল অট্ঠগাথার বাংলা অনুবাদ ৩য় পর্ব নালাগিরিং গজবরং অতিমত্তভূতং,দাবগ্গি-চক্কমসনীব সুদারুণন্তং।মেত্তাম্বুসেক-বিধিনা জিতবা মুনিন্দো,তন্তেজসা ভবতু তে জয়মংগলানি। বুদ্ধের সময়কালীন মগধের রাজা অজাতশত্রুর হাতিশালায় সবচেয়ে হিংস্র বিশালকায় হাতি ছিল নালাগিরি। দেবদত্ত বুদ্ধের অবর্তমানে সংঘের ক্ষমতাসম্পন্ন একজন হবার মানসে রাজা অজাতশত্রুকে বশ করে বুদ্ধের জীবন নাশ করার জন্য একাধিক চক্রান্ত করেন। কোনটিতে সফল হতে পারেননি। এজন্য দেবদত্ত ধারণা করেন বুদ্ধের দিব্যশক্তির প্রভাব পশুর জীবন থেকে মুক্ত। এই চিন্তা করে দেবদত্ত পশুর মাধ্যমে বুদ্ধের জীবন…

জয়মংগল অট্ঠগাথার বাংলা অনুবাদ ২য় পর্ব

জয়মংগল অট্ঠগাথার বাংলা অনুবাদ ২য় পর্ব মারাতিরেকমভিযুজ্ঝিত সব্বরত্তিং,ঘোরম্পনালবক-মক্খ-মথদ্ধ-যক্খং।খন্তি-সুদন্ত-বিধিনা জিতবা মুনিন্দো,তন্তেজসা ভবতু তে জয়মংগলানি। বুদ্ধের সময়কালীন শ্রাবস্তী ও কাশী জনপদের রাজধানী বারাণসী, আর শ্রাবস্তী ও মগধের রাজধানী রাজগৃহের মধ্যবর্তী এক জনপদের নাম ছিল আলবী। রাজার নাম ছিল আলবক। রাজপুত্রের নাম ছিল আলবক কুমার। ঐ জায়গায় বাস করত দুর্ধর্ষ ও পাষাণ হৃদয় সম্পন্ন আলবক যক্ষ। আলবক যক্ষ যক্ষরাজের কাছ থেকে বর লাভ করেছিল প্রতিদিন একটি প্রাণী বলি রূপে পাবার। সেই মতে যক্ষের…

মোর পরিত্তং (ময়ূর পরিত্রাণ) ও বট্টক পরিত্তং সূত্রের ব্যাখ্যা

মোর পরিত্তং (ময়ূর পরিত্রাণ) ও বট্টক পরিত্তং সূত্রের ব্যাখ্যা মোর পরিত্তং (ময়ূর পরিত্রাণ) ভূমিকাঅতীতকালে বারাণসীরজ ব্রহ্মদত্ত্বের রাজত্বকালে বোধিসত্ত্ব বোধিসম্ভার পূর্ণ করিবার সময় একদা ময়ূর রূপে জন্ম গ্রহণ করিয়াছিলেন। তখন তিনি ডিম্বাবস্থায় কর্ণিকারপুষ্পের কণিকা তুল্য ছিলেন। সেই ডিম্বকোষ হইতে বহির হইবার সময় তাঁহার আকৃতি সুবর্ণ বর্ণ এবং অতিশয় সুন্দর ছিল। পালকের অভ্যন্তরেও সুরজ্ঞিত রেখারাজি বিরাজ করিত। ফলতঃ অন্যান্য ময়ূর ছানা অপেক্ষা তাঁহার আকৃতি লোভনীয় ছিল। তিনি নিজের জীবনরক্ষার জন্য তিনটি পর্ব্বতশ্রেণী…

করণীয় মৈত্রী সূত্রের উৎপত্তি ও বঙ্গানুবাদ

করণীয় মৈত্রী সূত্রের উৎপত্তি ও বঙ্গানুবাদ সূত্রের ধারাবাহিকতায় আজ আমরা জানব করণীয় মৈত্রী সূত্রের উৎপত্তি এই করণীয় সূত্র অমনুষ্য-উপদ্রব নিবারণ এবং প্রাণীগণের প্রতি মৈত্রী ভাব পোষণের জন্য উপদিষ্ট হইয়াছে। ভগবান বুদ্ধের শ্রাবস্তীতে অবস্থানকালে বর্ষাবাস আরম্ভের পূর্বে ভিক্ষুগণ আসিয়া নিজ নিজ চরিত্রের অনুরুপ কর্মস্থান গ্রহণ করিয়া বর্ষাবাসের জন্য যাঁহার যেখানে ইচ্ছ্ াসেখানে যাইতেন। এইরুপে একদা পঞ্চশত ভিক্ষু কর্মস্থান গ্রহণ করিয়া হিমালয় পর্বতের পার্শ্বে কোন এক পর্বতে বর্ষাবাস আরম্ভ করিলেন। নিকটস্থ গ্রামে…

মহামঙ্গল সূত্রের বঙ্গানুবাদ এবং এই সূত্রের মর্মবাণী

মহামঙ্গল সূত্রের বঙ্গানুবাদ এবং এই সূত্রের মর্মবাণী বিশিষ্ট কলাম লেখক, প্রাবন্ধিক, নির্বাণা পিস ফাউন্ডেশনের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, নির্বাণা (www.nirvanapeace.com) এর সহযোগী সম্পাদক ইলা মুৎসুদ্দীর লেখার ধারাবাহিক এ পর্বে আমরা মহামঙ্গল সূত্রের উৎপত্তি সম্পর্কে জেনেছি। এই পর্বে আমরা জানব মহামঙ্গল সূত্রের বঙ্গানুবাদ এবং এই সূত্রের মর্মবাণী আমরা যদি প্রতিনিয়ত অনুশীলন এবং অনুধাবন করতে পারি তাহলে আমাদের প্রাত্যাহিক জীবনে শান্তির বারতা আসবেই ----- এই প্রত্যাশায়। - সম্পাদক। ভগবান বুদ্ধের একনিষ্ঠ সেবক…

মঙ্গল সূত্রের উৎপত্তি

মঙ্গল সূত্রের উৎপত্তি যে সময়ের কথা বলা হইতেছে, তখন জম্বুদ্বীপের নগরদ্বারে ও সভাগৃহে বহুলোক সম্মিলিত হইয়া বিবিধ বিষয়ে আলোচনা করিতেন। এক-এক বারের আলোচনা চারিমাস ব্যাপী চলিতে। তাহাদের মধ্যে একদিন মঙ্গল সম্বন্ধে প্রশ্ন উত্থাপিত হইল। মঙ্গল কি? দর্শনে মঙ্গল, না শ্রবণে মঙ্গল, না ঘ্রাণ নেওয়াতে মঙ্গল? মঙ্গল সম্বন্ধে কে ভালরূপে জানেন? অতঃপর এক দৃষ্টমাঙ্গলিক ব্যাক্তি বলিলেন- “মঙ্গলের বিষয় আমি, জানি, জগতে দর্শনেই মঙ্গল সাধিত হয়। যেমন- যদি কোন ব্যক্তি প্রত্যুষে উঠিয়া…

ধ্বজাগ্র সূত্রের উৎপত্তি ও বঙ্গানুবাদ

ধ্বজাগ্র সূত্রের উৎপত্তি ও বঙ্গানুবাদ ১-২। যে পরিত্রাণ মন্ত্র পুনঃপুনঃ স্মরণ করিলে জীবগণ ভূমিতে আশ্রয় পাওয়ার মত আকাশেও আশ্রয় লাভ করিয়া থাকে, যাহা স্মরণে অসংখ্য জীব যক্ষ চোরাদির নানা উপদ্রব হইতে রক্ষা পাইয়া থাকে; সেই ধ্বজাগ্র পরিত্রাণ আমরা পাঠ করিতেছি.বঙ্গানুবাদ০১। আমি এইরূপ শুনিয়াছি- এক সময় ভগবান বুদ্ধ শ্রাবস্তীতে জেতবন উদ্যানে অনাথপিণ্ডিক নির্মিত বিহারে বাস করিতেছিলেন। তথায় একদিন ভগবান ভিক্ষুগণকে “হে ভিক্ষুগণ” বলিয়া সম্বোধন করিলে ভিক্ষুগণ “ভদন্ত” বলিয়া প্রত্যুত্তর প্রদান করিলেন।…

মঙ্গল সূত্রে ৩৮ প্রকার মঙ্গলের কথা

মঙ্গল সূত্রে ৩৮ প্রকার মঙ্গলের কথা                                                                  মহামানব গৌতম বুদ্ধ গৃহী জীবনের ইহকাল পরকালের সুখ শান্তি এবং সমাজের সুন্দর পরিবেশ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মঙ্গল সূত্রে ৩৮ প্রকার মঙ্গলের কথা ব্যক্ত করেছেন । এই মহামানব তথাগত বুদ্ধ দেব মনুষ্যের হিতসুখ... মঙ্গলার্থে ৩৮ টি মঙ্গলোপদেশ দেশনা করেন। অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভান্তের দেশনায় শুনে থাকেন। শুধু শুনেছেন আসলে ৩৮ প্রকার মঙ্গলের কথাকি তা ভালো করে জানেন না। তবুও যাঁরা জানেননা      তাদের এবং…

জয়মঙ্গল অষ্ট গাথার বিষয়বস্তু

জয়মঙ্গল অষ্ট গাথায় তথাগত মহাকরুণিক সম্যক সম্বুদ্ধের জীবনের আটটি ঘটনার কথা উল্লেখ রয়েছে। আমার এই ক্ষুদ্রতম জ্ঞানে আজকে অনেকদিন ধরে আপনাদের " জয়মঙ্গল অষ্ট গাথার " সংঘটিত আটটি ঘটনার বিবরণ ধারাবাহিক ভাবে উপস্হাপন করার মধ্যেদিয়ে ধর্মদানপূর্বক পূণ্য অর্জনের প্রয়াস ব্যক্ত করেছি। আজকের বর্ণনায়- জয়মঙ্গল অট্ঠগাথার বিষয়বস্তু সমুহ আলোচনা করব। সময় নিয়ে পড়ার অনুরোধ থাকল সবার প্রতি।   নবম গাথা-এতাপি বুদ্ধ-জয়মঙ্গল-অট্ঠগাথা,যো বাচকো দিনে দিনে সরতেমতন্দি।হিত্বাননেক বিবিধানি চুপদ্দবানি,মোক্খং সুখং অধিগমেয়্য নরো সপঞ্ঞো।…