২৫৬১ বুদ্ধাব্দ ২ পৌষ ১৪২৪ বঙ্গাব্দ শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭ইংরেজী
Partly Cloudy

17°C

Chittagong

Partly Cloudy

Humidity: 94%

Wind: 17.70 km/h

 • 17 Dec 2017

  Partly Cloudy 26°C 15°C

 • 18 Dec 2017

  Sunny 26°C 15°C

 • সেই খানেরই গলদ, যেখানে সততা নেই। টাকা পয়সার দিকে নজর দিলে কাজের নেশা নষ্ঠ হয়ে যায়। টাকা পয়সা বড় কথা নয়, কাজ চাই।

  মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ

 • আমাদের সমাজে যে এখনো কোন বড় কোন প্রতিভার জন্ম সম্ভব হচ্ছে না, তার কারণ পরশ্রীকাতরতা। আমরা গুণের কদর করি খুব কম। কিন্তু মন্দটাকে সগর্বে প্রচার করে বেড়াতে পারি।

  মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের

 • যুদ্ধ সভ্যতাকে ধ্বংস করে এবং শান্তি বিশ্বকে সুন্দর করে । যুদ্ধ মানুষকে অমানুষ করিয়ে দেয়, যুদ্ধ ছিনিয়ে নেয় প্রেম-ভালবাসা এবং যুদ্ধের আগুনে আত্নহুতি দিতে হয় বহু প্রাণের । যুদ্ধকে মনে প্রাণে ঘৃণা করা উচিৎ।

  মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের

 • আপনি যেমন মহৎ চিন্তা করেন কাজেও সেইরুপ হউন, আপনার কথাকে কাজের সাথে এবং কাজকে কথার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলুন।
  মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ

বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশন,প্যারিস ফ্রান্স আয়োজিত শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

মঙ্গলবার, ৩১ মে ২০১৬ ২৩:৪০ সেবক বড়ুয়া

বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশন,প্যারিস ফ্রান্স আয়োজিত শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

গত ২৯ মে রবিবার পিয়েরফে সুর স্যাঁই এর হোটেল দ্য ভিলের সালে গ্যাংগেইট হলে বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশন,প্যারিস ফ্রান্স আয়োজিত শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। ফ্রান্সের সুপ্রাচীন এই বৌদ্ধ সংগঠন সূচনাকাল থেকেই বৌদ্ধ সম্প্রদায় তথা বাঙ্গালী বৌদ্ধদের বিভিন্ন ধর্মীয় কর্মকান্ড সাড়ম্বনে পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় আজকের এই মহতী আয়োজন। সকাল ১০ টা থেকেই পূজনীয় ভিক্ষুসংঘের আগমনন পঞ্চশীল প্রার্থনা এবং পিন্ডদানের মধ্যেই অনুষ্ঠানের প্রথম পর্ব সুচারুরূপে সম্পন্ন হয়। আগত অতিথিদের মধ্যাহ্ন ভোজ শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। দ্বিতীয় পর্বে ধর্মালোচনা সভায় ধর্মদান করেন প্রধান ধর্মদেশক বুদ্ধগয়া মেডিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রাজ্ঞপন্ডিত ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের মহোদয়, কুশলায়ন মেডিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত জ্যোতিসার ভিক্ষু এবং বাংলাদেশ সার্ব্বজনিন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় ভিক্ষু।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত বাংলাদেশ সরকারে মাননীয় রাষ্ট্রদূত মোঃ শহীদুল ইসলাম শারীরিক অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন উক্ত সংগঠনের কর্মী বাবুল বড়ুয়া, উদয়ন বড়ুয়া, দীপংকর বড়ুয়া প্রমূখ। পূজনীয় ভিক্ষু সংঘ এবং আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের যুবকর্মী এবং শিশুরা। বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশনের সভাপতি সুমন বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেবক বড়ুয়ার পরিচালনায় আলোচ্য অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সুরুজিত বড়ুয়া, সুমন বড়ুয়া, রাজীব বড়ুয়া, দীপংকর বড়ুয়া, ছোটন বড়ুয়া এবং রাজ মুৎসুদ্দি প্রমুখ। সর্বপরি সংবর্ধিত অতিথির প্রাঞ্জল বক্তব্য উপস্থাপন করেন ড. বিদ্যুৎ বড়ুয়া। তিনি বলেন,আমরা বৌদ্ধজাতিরা মানবতাবাদি। বুদ্ধের আত্নশরণের মূল মন্ত্রই আমাদের আত্নহীতের একমাত্র পথ। আত্নহীত করেই আমরা পরহীতে ব্রতী হতে পারব। আমাদের এক হয়ে কাজ করতে পারলেই আমরা বৌদ্ধদের অস্তিত্ব রক্ষা করতে পারব। ভিক্ষু হত্যা প্রতিবাদের তিনি বলেন, শুধু বৌদ্ধ কেন! আমরা সব হত্যার বিচার চাই। হিন্দু পুরোহিত, গির্জার ফাদার হতে শুরু করে মসজিদের ইমাম হত্যার বিচার চাই আমরা। এই জন্যে তিনি বর্তমান সরকারের প্রতি আস্থা রাখার অনুরোধ জানান। সভাশেষে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশন প্যারিস ফ্রান্স-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবমুখর পরিবেশের মাঝেই সমাপ্ত ঘটে আন্তর্জাতিক স্বীকৃত ‘ভেসাক ডে' বা বুদ্ধ পূর্ণিমা উদযাপন।

 

Nirvana Peace Foundation

নির্বাণা কার্যক্রম
Image
নির্বাণা পিস ফাউন্ডেশনের উদ্যোগে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্ন নির্বাণা পিস ফাউন্ডেশনের উদ্যোগে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্নশিশু কিশোরদের… ( বিস্তারিত )
Image
নির্বাণা পিস ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন নির্বাণা পিস ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন শিশু কিশোরদের মধ্যে ধর্মীয় চেতনা… ( বিস্তারিত )
Image
পূর্ব আধারমানিক মানিক বিহারে বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাষ্টের আর্থিক অনুদানের চেক প্রদান পূর্ব আধারমানিক মানিক বিহারে বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাষ্টের আর্থিক অনুদানের… ( বিস্তারিত )
আরও
সংবাদ সমীক্ষা
Image
সাহিত্যিক সাংবাদিক বিমলেন্দু বড়ুয়ার দশম মৃত্যুবার্ষিকী ২২ জানুয়ারি সাহিত্যিক সাংবাদিক বিমলেন্দু বড়ুয়ার দশম মৃত্যুবার্ষিকী ২২… ( বিস্তারিত )
আরও