২৫৬১ বুদ্ধাব্দ ৯ অগ্রহায়ণ ১৪২৪ বঙ্গাব্দ বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭ইংরেজী
Clear

22°C

Chittagong

Clear

Humidity: 68%

Wind: 17.70 km/h

  • 23 Nov 2017

    Partly Cloudy 27°C 16°C

  • 24 Nov 2017

    Mostly Sunny 27°C 18°C

শুক্রবার, 29 জানুয়ারী 2016 02:08

সাহিত্য, সাংবাদিকতা ও সমাজসেবায় কালোত্তীর্ণ পুণ্যপুরুষ হিসাবে বিমলেন্দু বড়ুয়া চিরজাগরুক থাকবেন

লিখেছেনঃ নির্বাণা ডেস্ক

নবম মৃত্যুবার্ষিকীতে বক্তাদের অভিমত
সাহিত্য, সাংবাদিকতা ও সমাজসেবায় কালোত্তীর্ণ পুণ্যপুরুষ হিসাবে বিমলেন্দু বড়ুয়া চিরজাগরুক থাকবেন

সাহিত্য, সাংবাদিকতা ও সমাজসেবায় কালোত্তীর্ণ পুণ্যপুরুষ হিসাবে বিমলেন্দু বড়ুয়া সবার হৃদয়ে চিরজাগরুক থাকবেন। গত ২২ জানুয়ারি সাহিত্যিক সাংবাদিক বিমলেন্দু বড়ুয়ার নবম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য ধর্মীয় মর্যদায় তাঁর একমাত্র পুত্র বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ যুব-এর বাংলাদেশ আঞ্চলিক কেন্দ্র ‘নির্বাণা পিস ফাউন্ডেশন’-এর সভাপতি জনপ্রিয় অনলাইন প্রকাশনা “নির্বাণ” এর সম্পাদক সবুজ বড়ুয়া শুভ’র চট্টগ্রাম শহরের কাজির দেউড়ীস্থ এস. এইচ. টাওয়ার বাসায় তাঁর পারলৌকিক মঙ্গল কামনায় মহতি সংঘদান ও স্মরণ সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে। বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় সব্যসাচী ঋদ্ধিমান কৃতিপুরুষ, আধুনিক মননশীল সমাজ বিনির্মানে সংশপ্তক সংগঠক। বিশ্বমানবতায় শিক্ষা প্রসারে, সমাজ সংস্কারে, সাহিত্যের নবধারা সৃষ্টিতে এবং সাংবাদিকতায় সাহসী দৃপ্ত পদচারণায় যিনি ছিলেন কালোত্তীর্ণ...পুণ্যপুরুষ বিমলেন্দু বড়ুয়া । তাঁর আকস্মিক অন্তর্ধানের নয় বছর পূর্ণ হলো।

সংঘদান ও স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি, বাথুয়া হিতসাধনী বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলভদ্র মহাথের। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সহ-সভাপতি, ধর্মরাজিক মহাবিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাতালগঞ্জ নবপন্ডিত বিহারের অধ্যক্ষ অধ্যাপক উপানন্দ মহাথের। সভার প্রারম্ভে সবাইকে স্বাগত জানিয়ে সূচনা বক্তব্য প্রদান করেন সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্ট্যাডিজ-এর মহাসচিব প্রদীপ বড়ুয়া আনন্দ।স্মৃতিচারণ সভায় আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম মহাসচিব প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, প্রচার সংঘের সহ-সভাপতি শিক্ষাবিদ সলিল বিহারী বড়ুয়া, কানুনগোপাড়া সরকারী স্যার আশুতোষ কলেজের প্রক্তন অধ্যক্ষ দীপক কুমার তালুকদার, ত্রৈমাসিক প্রকাশনা ‘অমিতাভ’ সম্পাদক শ্যামল চৌধুরী বড়ুয়া প্রমুখ। পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ প্রদান করেন সাংবাদিক বিমলেন্দু বড়ুয়ার অনুজ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি নীহারেন্দু বড়ুয়া। অনুষ্ঠানে আরো পূজনীয় ভিক্ষুসংঘ এবং প্রাজ্ঞ আলোচকবৃন্দ অংশগ্রহণ করেন। সকালে কর্মসূচীর মধ্যে ছিল প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এছাড়া অনুষ্ঠানে বিমলেন্দু বড়ুয়ার বর্ণাঢ্য জীবন, সাহিত্য, সমাজ ও কর্মকৃতি নিয়ে বিষদভাবে আলোচনা করা হয়।

সাহিত্যিক সাংবাদিক বিমলেন্দু বড়ুয়া কর্মজীবনের শুরুতে শিক্ষকতা হলেও সাংবাদিকতায় তিনি দীর্ঘ ৪৫ বৎসর চট্টগ্রামের বহুল প্রচারিত ও জনপ্রিয় দৈনিক আজাদীতে অতিবাহিত করেন। সাহিত্যের বিভিন্নধারায় তাঁর সাবলিল দৃপ্ত পদচারণায় বাংলা সাহিত্যের ভান্ডারকে সমৃদ্ধ করেছে নিঃসন্দেহে। ইতিমধ্যে তাঁর প্রায় ২৫ টির মতো বই প্রকাশিত হয়েছে। অপ্রকাশিত থেকে গেছে আরো ২৫ টির অধিক বই এর পান্ডুলিপি। সাংবাদিক বিমলেন্দু বড়ুয়া মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক তাঁর বর্ণাঢ্য সাহিত্যকৃতি ও সমাজসেবার কর্মকান্ডকে ধরে রাখতে ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে। শিঘ্রিই দেশবরেণ্য ব্যক্তিত্বদের লেখায় সমৃদ্ধ বিমলেন্দু বড়ুয়া স্মারক গ্রন্থ ঢাকা থেকে প্রকাশিত হতে যাচ্ছে।

উল্লেখ্য যে, দীর্ঘ তিন মাস জাপান পরিভ্রমণ শেষে তিনি গত ২০০৭ এর ১০ জানুয়ারী স্বদেশ প্রত্যাবর্তন করেন এবং ১৩ জানুয়ারী দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ২২ জানুয়ারী ঢাকাস্থ এ্যাপলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সমাজ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মুখপত্র “নির্বাণ” এর স্বপ্নদ্রষ্টা সাহিত্যিক সাংবাদিক বিমলেন্দু বড়ুয়ার পারলৌকিক নির্বাণ সুখ কামনা করছে “নির্বাণ” পরিবার।

Additional Info

  • Image: Image