২৫৬২ বুদ্ধাব্দ ১৩ ফাল্গুন ১৪২৪ বঙ্গাব্দ রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮ইংরেজী
Clear

19°C

Chittagong

Clear

Humidity: 91%

Wind: 11.27 km/h

 • 26 Feb 2018

  Sunny 32°C 17°C

 • 27 Feb 2018

  Sunny 31°C 17°C

 • সেই খানেরই গলদ, যেখানে সততা নেই। টাকা পয়সার দিকে নজর দিলে কাজের নেশা নষ্ঠ হয়ে যায়। টাকা পয়সা বড় কথা নয়, কাজ চাই।

  মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ

 • আমাদের সমাজে যে এখনো কোন বড় কোন প্রতিভার জন্ম সম্ভব হচ্ছে না, তার কারণ পরশ্রীকাতরতা। আমরা গুণের কদর করি খুব কম। কিন্তু মন্দটাকে সগর্বে প্রচার করে বেড়াতে পারি।

  মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের

 • যুদ্ধ সভ্যতাকে ধ্বংস করে এবং শান্তি বিশ্বকে সুন্দর করে । যুদ্ধ মানুষকে অমানুষ করিয়ে দেয়, যুদ্ধ ছিনিয়ে নেয় প্রেম-ভালবাসা এবং যুদ্ধের আগুনে আত্নহুতি দিতে হয় বহু প্রাণের । যুদ্ধকে মনে প্রাণে ঘৃণা করা উচিৎ।

  মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের

 • আপনি যেমন মহৎ চিন্তা করেন কাজেও সেইরুপ হউন, আপনার কথাকে কাজের সাথে এবং কাজকে কথার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলুন।
  মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ

বুদ্ধ জীবন চরিত

জাদি তথা চৈত্য পূজা, রতন সূত্র, অতঃপর বুদ্ধের পূর্বজন্মের ঘটনা

একসময় বৈশালীতে দুর্ভিক্ষ হয়েছিলো ,খাদ্যাভাবে দরিদ্র নরনারীরা মূত্যুবরণ করল ,সেই মৃতদেহ যত্থতত্থ নিক্ষিপ্ত করায় তাদের পঁচাগন্ধের দ্ধারা নগরে অমনুষ্য প্রবেশ করল ,সেই অমনুষ্যদের উপদ্রবে বহুলোক মূত্যুবরণ করেছিলো ।মৃতদেহের ঘৃণিত দুর্গন্ধের দ্ধারা সেখানে অহিবাত রোগ উত্‍পন্ন হয়েছিলো ,এইভাবে বৈশালীতে দুর্ভিক্ষ ভয় ,অমনুষ্য ভয় এবং রোগ ভয় এই ত্রিবিধ ভয় উত্‍পন্ন হয়েছিলো । পরবর্তীতে উত্‍পন্ন ভয় দূর করার জন্য গৌতম সম্যকসম্বুদ্ধ কে ফাং করার সিদ্ধান্ত নেওয়া হলো ।তখন বর্ষাবাসের সময় উপস্থিত হওয়ার…

জয়মঙ্গল অষ্ট গাথা ও চিঞ্চা মাণবিকার কাহিনী

জয়মঙ্গল অষ্ট গাথায় তথাগত মহাকরুণিক সম্যক সম্বুদ্ধের জীবনের আটটি ঘটনার কথা উল্লেখ রয়েছে। আমার এই ক্ষুদ্রতম জ্ঞানে "জয়মঙ্গল অষ্ট গাথায়" বর্ণিত আটটি ঘটনার বিবরণ ধারাবাহিক ভাবে উপস্হাপন করার মধ্যেদিয়ে ধর্মদানপূর্বক পূণ্য অর্জনের প্রয়াস ব্যক্ত করছি। আজকের বর্ণনায়- চিঞ্চা মাণবিকার কাহিনী। সময় নিয়ে পড়ার অনুরোধ থাকল সবার প্রতি। পঞ্চম গাথা - কত্বান কট্ঠমুদরং ইব গব্ভিনীয়া, চিঞ্চায় দুট্ঠবচনং জনকায়মজ্ঝ। সন্তেন সোমবিধিনা জিতবা মুনিন্দো, তন্তেজসা ভবতু তে জয়মঙ্গলানি। অনুবাদ : কাঠের পুটলী বেঁধে…

রত্নঘর (বুদ্ধের চতুর্থ সপ্তাহ)!

'নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স' ‘চতুত্থং রতনঘরং’ অর্থাৎ বুদ্ধের বুদ্ধত্ব লাভের পর চতুর্থসপ্তাহ কেটেছিল রত্নঘরে। এই রত্নঘর বোধিবৃক্ষের উত্তর-পশ্চিমে অবস্থিত। বুদ্ধ সেখানেসাতদিন অবস্থান করেন। চংক্রমণ থেকে উঠে তিনি ঐ রত্নঘরে অবস্থান করেন যা ছিল দেবতাগণকতৃক নির্মিত। রত্নঘর এর অর্থ সপ্তরত্ন দিয়ে নির্মিত কোন ঘর নয় এখানে রত্নঘর এর অর্থহলো অভিধর্মের ৭টি গ্রন্থের গবেষণা। উল্লেখ্য গত ২১ দিন বা তিন সপ্তাহ বুদ্ধ থেকে কোনপ্রকার রশ্মি বের হয়নি। রত্নঘরে অবস্থানকালীন সময়ে…

প্রবারণা পূর্ণিমা ও স্মৃতিমান আনন্দ

আশ্বিণী পূনির্মাকে আমরা প্রবারণা পূর্ণিমা বলে থাকি। এ পূর্ণিমা আশ্বিন মাসের পূর্ণিমা। আষাঢ়ী পূর্ণিমা থেকে প্রবারণা পূর্ণিমা পর্যন্ত পূজানীয় ভিক্ষুদের বর্সাবাস সমাপ্ত করে বহুজনের হিতের জন্য বহুজনের সুখের জন্য নগরে জনপদে, মঙ্গলদায়ক ধর্ম প্রচার করার জন্য নির্দেশ দিয়েছিলেন। ভগবান গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করে সপ্তম বর্ষা যাপন করে তাবতিংস স্বর্গে মাকে তিন মাস অভিধর্ম দেশনা করেছিলেন। প্রবারণা পূর্ণিমাতে বুদ্ধ সাংকাশ্য নগরে অবতরণ করেছিলেন। প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ জাতির নিকট অত্যন্ত পূত-পবিত্র।…
Nirvana Peace Foundation

নির্বাণা কার্যক্রম
Image
নির্বাণা পিস ফাউন্ডেশনের উদ্যোগে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্ন নির্বাণা পিস ফাউন্ডেশনের উদ্যোগে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্নশিশু কিশোরদের… ( বিস্তারিত )
Image
নির্বাণা পিস ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন নির্বাণা পিস ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন শিশু কিশোরদের মধ্যে ধর্মীয় চেতনা… ( বিস্তারিত )
Image
পূর্ব আধারমানিক মানিক বিহারে বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাষ্টের আর্থিক অনুদানের চেক প্রদান পূর্ব আধারমানিক মানিক বিহারে বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাষ্টের আর্থিক অনুদানের… ( বিস্তারিত )
আরও
সংবাদ সমীক্ষা
আরও